শ্রদ্ধেয় অভিভাবক/ অভিভাবিকা,
ছাত্র-পঞ্জী কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের দৈনন্দিন কর্মসূচীর পথনির্দেশক। ইহা তাদের পাঠপ্রস্তুতি, সহ-পাঠ্য বিষয়ে অংশগ্রহণ, চরিত্র গঠন, বাড়ীর কাজ ইত্যাদি তৈরী বিষয়ে যেমন সহায়ক হবে, তেমনি ইহার মাধ্যমে অভিভাবকেরা নিজ নিজ ছেলে বা পোষ্যের স্কুলে উপস্থিতি-অনুপস্থিতি, পাঠে উন্নতি-অবনতি ইত্যাদি সম্পর্কে সজাগ থাকতে সক্ষম হবেন। শিক্ষকরা এই ছাত্র-পঞ্জী’র মাধ্যমে অভিভাবক/অভিভাবিকা মূল্যবান উপদেশ ও মতামত লাভে, ছাত্রদের পাঠদান ও তার জীবন গঠনে সঠিক ভূমিকা পালন করতে পারবেন।
ছাত্র-শিক্ষক- অভিভাবকের যৌথ চেষ্টার মধ্যেই নিহিত রয়েছে ছাত্রদের সাফল্য । এই সাফল্যে আমরা সবাই আনন্দিত।
আসুন, আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের ভবিষ্যৎ আশা-আকাঙ্খার প্রতীক এই ছাত্র সমাজকে নির্ভূল পথে পরিচালিত করে আমাদের পবিত্র দায়িত্ব পালনের মাধ্যমে তাদেরকে আদর্শ ছাত্র, কর্তব্যপরায়ণ সন্তান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলি।
মোঃ আলী নেওয়াজ
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়।
কুমিরা, সীতাকুন্ড, চট্টগ্রাম।